সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

লামায় ১৮ হাজার আনারসের চারা বিতরণ 

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামায় ১৮ হাজার আনারসের চারা বিতরণ 

সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারসের ১৮ হাজার চারা বিনামূল্যে ৮ জন কৃষকের মধ্যে বিতরণ হয়েছে।

বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের হাতে চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এই সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, লামা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন, সাংবাদিক এম.বশিরুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়াসহ অন্য ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ আগত কৃষকরা।

সূত্রে জানাযায়, ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথমে দেশে এ জাতের চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। তবে লামায় এবারে প্রথম বিতরণ করা হয়।
লামা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন জানান, এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেক সুনাম আছে। 

বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই আনারস দ্রুত পচে না। এছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়। 

টিএইচ